সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার (২৫ আগস্ট) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত বিচারকরা হলেন- সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা জজ) মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, আইন মন্ত্রণালয়ের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল (সিনিয়র জেলা জজ) আজিজ আহমদ ভূঞা, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রাজিউদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ফয়সল হাসান আরিফ, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সিনিয়র জেলা জজ) এস এম সাইফুল ইসলাম, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আসিফ হাসান, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. জিয়াউল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর, হবিগঞ্জ জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সচিব (সিনিয়র জেলা জজ), মুরাদ-এ-মাওলা সোহেল।