খুলনা প্রতিনিধি:
খুলনার খালিশপুরে গ্যাংগ্রিনে আক্রান্ত এক হতদরিদ্র রোগীর পাশে দাঁড়িয়েছে মানবিক যুবদল। খুলনা-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল-এর পক্ষ থেকে রোগী অলিয়ার রহমানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে খালিশপুর থানা যুবদল।
জানা যায়, দীর্ঘদিন ধরে গ্যাংগ্রিনে আক্রান্ত অলিয়ার রহমানের দুই পা ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে। বর্তমানে তাঁর হাতেও একই জটিলতা দেখা দিয়েছে, যা দ্রুত অস্ত্রোপচার না করলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে। এই সংকটময় মুহূর্তে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন বকুল ভাইয়ের নেতৃত্বাধীন যুবদল নেতৃবৃন্দ।
সহায়তা প্রদানকালে যুবদল নেতারা বলেন —
“রাজনীতি শুধু প্রতিবাদের জন্য নয়, এটি মানবতারও একটি ক্ষেত্র। একজন মানুষের জীবনের মূল্য সবচেয়ে বড়—এটাই আমাদের শিক্ষা।”
তারা আরও জানান, অলিয়ার রহমানের পরবর্তী অপারেশন ও চিকিৎসা সেবার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দারা যুবদলের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “রাজনীতিতে এমন মানবিক দৃষ্টান্ত সমাজে নতুন উদাহরণ স্থাপন করবে।”