খুলনা প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম বকুল জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার ঘোষণা করেছেন। তিনি বলেন, “খুলনা-৩ আসনের মানুষ আমাকে যদি সুযোগ দেয়, আমি আধুনিক একটি হাসপাতাল নির্মাণ করে জনগণের চিকিৎসা সেবায় বিপ্লব ঘটাবো।”
রফিকুল ইসলাম বকুল বলেন, বর্তমানে খুলনায় চিকিৎসা সেবার প্রধান ভরসা সরকারি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও আবু নাসের হাসপাতাল। কিন্তু এই দুই প্রতিষ্ঠানেই প্রতিদিন বিপুল সংখ্যক রোগীর চাপ থাকে, যার ফলে অনেক মানুষ পর্যাপ্ত চিকিৎসা সেবা পান না। শুধু খুলনা নয়, পুরো খুলনা বিভাগের মানুষ চিকিৎসার জন্য এই হাসপাতালগুলোর উপর নির্ভরশীল, যা পর্যাপ্ত নয়।
তিনি আরও বলেন, “খালিশপুর, দৌলতপুর ও খান জাহান আলী থানার মানুষকে মানসম্মত চিকিৎসা সেবা দিতে আমি খুলনা-৩ আসনে আধুনিক ও সেবা-নির্ভর একটি হাসপাতাল নির্মাণ করবো।”
রকিবুল ইসলাম বকুল দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের পাশে থেকে সমাজসেবা, শিক্ষা ও জনকল্যাণমূলক কাজ করে আসছেন। তিনি জানান, চিকিৎসা সেবা উন্নয়নকে তিনি নিজের নির্বাচনী ইশতেহারের মূল অগ্রাধিকার হিসেবে নিয়েছেন।
স্থানীয়রা মনে করছেন, তাঁর এই উদ্যোগ বাস্তবায়িত হলে খুলনা অঞ্চলের চিকিৎসা খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।