স্টাফ রিপোর্টার: খানজাহান আলী থানা যুবদল নেতা মো: রাসেল মাহমুদ রক্তিমের নেতৃত্বে দীর্ঘদিন ধরে সড়ক জুড়ে জমে থাকা ময়লার স্তুপ পরিষ্কার করা হয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সোনালী জুট মিলস থেকে কেবল শিল্পের দিকে যাওয়ার সড়কের পূর্ব পাশে বহুদিন ধরে ময়লার স্তূপ পড়ে ছিল। এতে পথচারীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। দুর্গন্ধে অনেক সময় মানুষকে মুখে কাপড় দিয়ে চলাচল করতে হতো।
সিটি কর্পোরেশন এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় গতকাল বেলা সাড়ে ১১টায় বিএনপি’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় এ পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবদল নেতা তামিম, আকিব, তানভীর, রুবেল, জুবায়ের, মুন্না, টিপু, শরিফুলসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় যুবদল নেতা মো: রাসেল মাহমুদ রক্তিম বলেন,
“আমাদের এই পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি অব্যাহত থাকবে। জনগণের পাশে থেকেই ছোট ছোট ভালো কাজের মাধ্যমে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।”