খুলনার খানজাহান আলী থানার যোগিপোল ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এ সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে এবং আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির অবস্থান আরও সুদৃঢ় হবে।