চলতি বছর রুশ পরমাণু শিল্পের ৮০ বছর পূর্ণ হয়েছে। ১৯৪৫ সালের ২০ আগস্ট তৎকালীন সোভিয়েত সরকার পরমাণু শক্তিবিষয়ক বিশেষ কমিটি তৈরি প্রতিষ্ঠা করে।
শীতল যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র থেকে সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রতিষ্ঠিত এই কমিটির তত্ত্বাবধানে চার বছরের মধ্যেই দেশটি পরমাণু অস্ত্র তৈরিতে সক্ষম হয়। ১৯৪৯ সালে সোভিয়েত ইউনিয়ন তাদের আরডিএস-ওয়ান পারমাণবিক বোমার সফল পরীক্ষা সম্পন্ন করে। একইসঙ্গে রাশিয়া পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে কার্যক্রম শুরু করে এবং অল্প সময়ের মধ্যে বিশ্ব নেতৃত্বে চলে আসে।