রুশ পারমাণবিক আইসব্রেকার ‘৫০ লিয়েত পাবেদি’ (বিজয়ের ৫০ বছর) শুক্রবার (২২ আগস্ট) ১০ দিনের উত্তর মেরু অভিযান শেষে রাশিয়ার মুরমানস্ক বন্দরে ফিরে এসেছে।
‘আইসব্রেকার অব নলেজ’ শীর্ষক এই ষষ্ঠ আন্তর্জাতিক আর্কটিক অভিযানটি রাশিয়ার পারমাণবিক শিল্পের ৮০তম বার্ষিকী এবং উত্তর সমুদ্রপথ আবিষ্কারের ৫শ’তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে।