জ্বালানি বিষয়ক এক আলোচনা সভার বক্তারা বলেছেন, প্রকৃতি ও পরিবেশ ধ্বংস না করে জ্বালানি চাহিদা পূরণ নিশ্চিত করার চ্যালেঞ্জ তরুণদেরই নিতে হবে।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে একটি ইন্টারঅ্যাকটিভ সেশন ‘জ্বালানি সম্প্রসারণ: বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ ও ন্যায়সঙ্গত রূপান্তরের সঙ্গে সংঘাত’ শীর্ষক অনুষ্ঠানে তারা এ কথা বলেন।