প্রশ্ন: অফিস-দোকান বা লিফটের মধ্যে কী লাউডস্পিকারে কুরআন তিলাওয়াত ছাড়া যাবে?
উত্তর: পবিত্র কুরআন আল্লাহর সর্বশ্রেষ্ঠ বাণী। এটি তিলাওয়াত করা যেমন সওয়াবের কাজ, তেমনি মনোযোগ সহকারে শোনাও এক মহৎ ইবাদত।
এ বিষয়ে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন-
وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ
“যখন কুরআন পাঠ করা হয়, তখন তোমরা মনোযোগসহ তা শোনো এবং নিশ্চুপ থাকো, যাতে তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়।” (সুরা আল-আরাফ, আয়াত : ২০৪)
কিন্তু বাস্তবে দেখা যায়, অনেক সময় হাট-বাজার, অফিস বা লিফটে অডিও রেকর্ড থেকে কুরআন বাজানো হয়।
এর উদ্দেশ্য অবশ্যই ভালো, তবে এরূপ স্থানে মানুষ সাধারণত ব্যস্ত থাকে এবং মনোযোগ দিয়ে শোনা সম্ভব হয় না। ফলে আল্লাহর নির্দেশিত আদব লঙ্ঘিত হয় এবং কুরআনের প্রতি অসম্মানও ঘটে।
ফিকহের বিখ্যাত গ্রন্থ ফতোয়ায়ে শামীতে স্পষ্টভাবে বলা হয়েছে – বাজার বা কোলাহলপূর্ণ স্থানে কুরআন তিলাওয়াত করা মাকরূহ। কারণ মানুষ তখন ব্যস্ত থাকায় শোনে না এবং এতে কুরআনের মর্যাদা হ্রাস পায়।
একই রকম ব্যাখ্যা পাওয়া যায় ইমাম নববি (রহ.) ও অন্যান্য ফকিহের কাছ থেকেও।