জীবন এক দীর্ঘ যাত্রা, যেখানে মানুষ বয়সের সাথে সাথে নিজের জীবনধারা, পোশাক, আচরণ, শিক্ষা, পেশা, ও সমাজে নিজের অবস্থান পরিবর্তন করে। এই পরিবর্তনগুলো স্বাভাবিক, কিন্তু সঠিকভাবে সামলাতে পারা জীবনের পরিপূর্ণতাকে এনে দেয়।
কিশোর বয়স মানুষের জীবনের সবচেয়ে সংবেদনশীল সময়। এই বয়সে মন উদ্দীপ্ত থাকে, নতুন কিছু শেখার ও জানার আগ্রহ থাকে তুঙ্গে। পড়াশোনা, খেলাধুলা, বন্ধুদের সঙ্গে মেলামেশা—সবকিছুতেই থাকে প্রাণচাঞ্চল্য। তবে এই বয়সে শৃঙ্খলা শেখা সবচেয়ে জরুরি। জীবনযাত্রায় সময়মত ঘুম থেকে ওঠা, পড়াশোনা ও খেলাধুলার সুষম ভারসাম্য রাখা উচিত। পোশাকে পরিপাটি ও আরামদায়ক সাজই মানায়; চকচকে বা অত্যধিক ফ্যাশন যেন পড়াশোনার পথে অন্তরায় না হয়। কথা বলার ক্ষেত্রে কিশোরদের ভদ্রতা শেখা জরুরি। মিষ্টভাষী হওয়া, মিথ্যা না বলা, এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান দেখানো এই বয়স থেকেই গড়ে তুলতে হবে। কিশোর বয়সে পড়াশোনাকে জীবনের প্রধান দায়িত্ব হিসেবে দেখা উচিত। বিদ্যালয় বা কলেজের পড়াশোনার পাশাপাশি বই পড়া, সাধারণ জ্ঞান চর্চা, এবং নৈতিক শিক্ষা অর্জন করা উচিত।