পশ্চিম জার্মানির গুরুত্বপূর্ণ শহর ডর্টমুন্ডের স্থানীয় সরকার নির্বাচনে ইন্টিগ্রেশনরাটের প্রতিনিধি পদে নির্বাচনে প্রার্থী হয়েছেন বাংলাদেশের মাহবুব উল্লাহ খান। তিনি এ নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানা গেছে, পাঁচ বছর অন্তর জার্মানির স্থানীয় সরকার নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে হয়ে থাকে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এ নির্বাচনে বুন্ডনিস ফুর ফিয়েলফাল্ট উন্ড টলারেন্স (বিভিটি) দলের পক্ষ থেকে মাহবুব খানকে মনোনীত করা হয়েছে। গত নির্বাচনে এ দল থেকে ডর্টমুন্ডে চারজন সদস্য স্থানীয় সরকারে প্রতিনিধিত্ব করেছেন। এবারের নির্বাচনের বিভিটি দলের প্রার্থী তালিকায় ৫ নম্বরে রয়েছেন বাংলাদেশি মাহবুব খান। যেহেতু গত নির্বাচনে চারজন বিভিটি থেকে স্থানীয় সরকারে প্রতিনিধিত্ব করেছেন, পাঁচ বছর পর এবার অভিবাসী ভোটার বেড়েছে তাই তালিকায় পঞ্চমে থাকা মাহবুব খানের জয় অনেকটাই নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।