ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি চুল্লির উৎপাদন সক্ষমতা অর্ধেকে নেমে এসেছে। এছাড়া উস্ত-লুগা জ্বালানি রপ্তানি টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (২৪ আগস্ট) অন্তত ৯৫টি ইউক্রেনীয় ড্রোন বিভিন্ন অঞ্চলে ভূপাতিত করা হয়। এ দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে ইউক্রেন। ১৯৯১ সালের এ দিনেই সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়েছিল দেশটি।
ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরের কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জানিয়েছে, মধ্যরাতের পরপরই একটি ড্রোন ভূপাতিত হলে সেটি বিস্ফোরিত হয়ে একটি সহায়ক ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত করে। এতে করে কেন্দ্রের ৩ নম্বর চুল্লির উৎপাদন ক্ষমতা ৫০ শতাংশ হ্রাস পায়।